“সখি ভালবাসা কারে কয়” কবি শাহিনা রঞ্জু‘এর কবিতা

0
871
www.natorekantho.com

“সখি ভালবাসা কারে কয়”

কবি শাহিনা রঞ্জু

প্রেম স্বপ্ন একত্রে বসবাস, সংসার সৃষ্টি আনন্দ উল্লাস,হাড়ি সরা ভান্ড নতুন অতিথি, আটপৌরে হররোজ দিনবুনন, এসব আপাতদৃশ্যে ভালবাসা মনে হতে পারে, কোন একদিন কোকিল অসময়ে ডাক দিয়ে যায়,মনে হয় দীর্ঘদিন এ ডাকের অপেক্ষায় ছিল মন,হাড়ি সরা ভান্ড নতুন পুরাতন সব অতিথি পায়ে বেড়ী পরিয়ে দেয়, শেকল ভেঙে অন্যত্র চলে যেতে মন চায়,কেউ কেউ সব বাঁধা ভেঙে চলে যায়, আবার কেউ যেতে না পারার আক্ষেপে বিষাদের বড়ি খায় প্রতিরাতে।
সখি ভালবাসা কারে কয়?

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“স্বাধীনতার মানে”- ফিরোজা সামাদের কবিতা
পরবর্তী নিবন্ধ“আদমের আশায়” কবি শাহিনা রঞ্জু‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে