সজিবের ভাবনা -সজিবুল ইসলাম পান্নার কবিতা

0
696
Sajibul Islam Panna

সজিবের ভাবনা

সজিবুল ইসলাম পান্না

ভাবি বসে ভবে আসবে সেদিন কবে
ঘুচিবে হানাহানি।
কোরান, পুরান, বেদ রবে না ভেদ
ফুটবে সত্যের বাণী।
হিন্দু মুসলিম বৌদ্ধ,
জাতিতে করেছে রুদ্ধ
না বুঝে মানব সমাজ,
ধর্ম ধর্ম করে যাচ্ছে সবাই মরে
না করে আসল কাজ।
বলি মানব জনে দেখো গগনের পানে
চাঁদ একটাই ভাই,
নয়ন আয়না জল চাঁদকে অবিকল
তিনটিতেই দেখা যায়।
তেমনি সকল ধর্মে স্রষ্টাকে পাবে কর্মে
লড়াই বড়াই এ নয়
সূক্ষ্ম জ্ঞানে বুঝে স্রষ্টাকে নাও খুজে
পাগল সজীব কয়।

Advertisement
উৎসSajibul Islam Panna
পূর্ববর্তী নিবন্ধটের কি মামু পাইতেছ! -কামাল খাঁ‘এর ছড়া
পরবর্তী নিবন্ধকরোনার রাজত্ব -রাজিব এক্কা রাজ‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে