সজিবের ভাবনা
সজিবুল ইসলাম পান্না
ভাবি বসে ভবে আসবে সেদিন কবে
ঘুচিবে হানাহানি।
কোরান, পুরান, বেদ রবে না ভেদ
ফুটবে সত্যের বাণী।
হিন্দু মুসলিম বৌদ্ধ,
জাতিতে করেছে রুদ্ধ
না বুঝে মানব সমাজ,
ধর্ম ধর্ম করে যাচ্ছে সবাই মরে
না করে আসল কাজ।
বলি মানব জনে দেখো গগনের পানে
চাঁদ একটাই ভাই,
নয়ন আয়না জল চাঁদকে অবিকল
তিনটিতেই দেখা যায়।
তেমনি সকল ধর্মে স্রষ্টাকে পাবে কর্মে
লড়াই বড়াই এ নয়
সূক্ষ্ম জ্ঞানে বুঝে স্রষ্টাকে নাও খুজে
পাগল সজীব কয়।
Advertisement