সন্ধ্যা ৬ টার পর বাড়ির বাহির হওয়ার ওপর নিষেধাজ্ঞা,ছুটি বাড়লো ২৫ এপ্রিল পর্যন্ত

0
644
ছুটি

নাটোর কন্ঠ: সন্ধ্যা ৬টার পর বাড়ির বের হওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এ নির্দেশ কেউ অমান্য করলেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আজ শুক্রবার এ নির্দেশ জারি করা হয়। একই প্রজ্ঞাপনে সরকার চলমান সাধারণ ছুটি ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানোর কথাও জানায়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে,‘আগের ছুটির ধারাবাহিকতায় ১৫ ও ১৬ এপ্রিল এবং ১৯ থেকে ২৩ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করা হল। সাধারণ ছুটির সময় আগামী ১৭-১৮ এপ্রিল এবং ২৪-২৫ এপ্রিল সাপ্তাহিক ছুটি সংযুক্ত থাকবে।
প্রজ্ঞাপনে জরুরী নির্দেশনা প্রদান করেছেন, উল্লে­খ করা হয়- এ ছুটি সাধারণ ছুটির মতো বিবেচিত হবে না। ছুটিকালীন নিম্নোক্ত নির্দেশনাবলি কঠোরভাবে অনুসরণ করতে হবে।
(ক) করোনা ভাইরাসের সংক্রমণ প্রশমনে জনগণকে অবশ্যই ঘরে অবস্থান করতে হবে।
(খ) অতীব জরুরি প্রয়োজন ব্যতীত ঘরের বাইরে বের না হওয়ার জন্য সকলকে অনুরোধ করা হলো:
(গ) সন্ধ্যা ০৬.০০ ঘটিকার পর কেউ ঘরের বাইরে বের হতে পারবেন না। এ নির্দেশ অমান্য কারলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
(ঘ) এক এলাকা হতে অন্য এলাকায় চলাচল কঠোরভাবে সীমিত করা হলো।
(ঙ) বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে কর্মরত সকল কর্মকর্তা, কর্মচারীকে দায়িত্ব পালনের লক্ষ্যে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করতে হবে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধএকটি ফোন কল অতঃপর খাদ্যসামগ্রী হাজির ফরমায়েশ দাতার বাসায়
পরবর্তী নিবন্ধশুভ জন্মদিন.. শেখর কুমার স্যানাল শ্রদ্ধাভাজনেষু .

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে