নাটোরে সেন্ট্রাল অক্সিজেন নিয়ে ধোঁকাবাজি!!! সেন্ট্রাল অক্সিজেন বলতে যা বুঝি তা হলো প্ল্যান্ট স্থাপন করে অক্সিজেন সরবরাহ করা। যেটা স্থাপনের কোন উদ্যোগই এখনও নেয়া হয়নি নাটোরে !!! ২৫০ শয্যার নতুন হাসপাতাল ভবনের কাজ শেষ হলে তখন হবে!!!
নাটোর, সিংড়া এবং বড়াইগ্রামে যেটা চালু হয়েছে সেটা সিলিন্ডার দিয়ে অক্সিজেন সরবরাহ ব্যবস্থা। যাকে বলে মিনি ফোল্ড অক্সিজেন সিলিন্ডার। যার সর্বোচ্চ অক্সিজেন সরবরাহ ক্ষমতা ১৫ লিটার। সেন্ট্রাল অক্সিজেনে হাইফ্লো, যাতে ১০০ লিটার পর্যন্ত দেয়া যায়।
কিন্তু স্বাস্থ্য বিভাগ, প্রশাসন এবং জনপ্রতিনিধি সবাই সেন্ট্রাল অক্সিজেন ও নেজাল ক্যানোলা স্থাপন বলে প্রচার করেছে! আসলে সেন্ট্রাল অক্সিজেন ও নেজাল ক্যানোলা দিয়ে অক্সিজেন সরবরাহ অন্য জিনিস। সবাইকে বোকা বানিয়েছে নেতা আর কর্মকর্তারা ! যেটা খুবই দুর্ভাগ্যজনক বটে…
Advertisement