সমাধি -কবি নাসিমা হক মুক্তা‘এর কবিতা

0
422
Nasima Akter Mukta Mukta

সমাধি

কবি নাসিমা হক মুক্তা

কালের কপোলতলে
সাক্ষী হলো “স্বর্গারোহণ ঘোড়াশাল”
মনের মুকুরে সাজানো বাগান জিকে উঠলো “সমাধি”
স্মৃতিলেখার আখরে জুড়ে থাকবে আগামী জলরেখা
পৃথিবীকে ভালবাসতে গিয়ে,
সৃষ্টিকে উপভোগ করতে গিয়ে
প্রথম স্তবক” উহান” থেকে
বুলবুলির জগতে নেতিয়ে পড়ে কীটের আস্তাবল।

কল্পলোকের প্রতিটি কনিকা
নিমজ্জিত হলো নরকের নদীতে ;
মৌমাছি যেভাবে ফুল থেকে মধু শুষে
তার চুড়ান্ত খায়েস বিষাক্ত লতার রস নয়
মানুষ, মানব, মনুষ্যত্ব ও বিবেক
এসব প্রকৃতির ফুল, দেবদেবী
শেষ স্তবকে ফুলের দাফন হলো ‘ উদ্যত চোখে ‘।

Advertisement
উৎসNasima Akter Mukta Mukta
পূর্ববর্তী নিবন্ধনাটোর বাসীর উদ্দেশ্যে,সাবেক জেলা প্রশাসকের খোলা চিঠি
পরবর্তী নিবন্ধমুক্ত কর বৈরী পরিবেশ, রই ধরাধামে -প্রদীপ সরকার‘এর ছড়া

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে