সমাধি
কবি নাসিমা হক মুক্তা
কালের কপোলতলে
সাক্ষী হলো “স্বর্গারোহণ ঘোড়াশাল”
মনের মুকুরে সাজানো বাগান জিকে উঠলো “সমাধি”
স্মৃতিলেখার আখরে জুড়ে থাকবে আগামী জলরেখা
পৃথিবীকে ভালবাসতে গিয়ে,
সৃষ্টিকে উপভোগ করতে গিয়ে
প্রথম স্তবক” উহান” থেকে
বুলবুলির জগতে নেতিয়ে পড়ে কীটের আস্তাবল।
কল্পলোকের প্রতিটি কনিকা
নিমজ্জিত হলো নরকের নদীতে ;
মৌমাছি যেভাবে ফুল থেকে মধু শুষে
তার চুড়ান্ত খায়েস বিষাক্ত লতার রস নয়
মানুষ, মানব, মনুষ্যত্ব ও বিবেক
এসব প্রকৃতির ফুল, দেবদেবী
শেষ স্তবকে ফুলের দাফন হলো ‘ উদ্যত চোখে ‘।
Advertisement