সময়ই জীবন -কবি শাহিনা খাতুন‘এর কবিতা April 18, 2020 0 487 সময়ই জীবন কবি শাহিনা খাতুন সময়ই জীবন অথচ ভেবে বসে আছি কোন একদিন আসবে সুদিন। এই যে আজ কাল পরশুকে পর ভেবে স্বপ্ন দেখেছি কোন অলিক ভবিষ্যতের। হে আমার ভুলের মুখস্থ নামতা হয়ে বসে থাকলে কেন দুই এক্কে দুই, দুই দুগণে পাঁচ? Advertisement