সময়ই জীবন -কবি শাহিনা খাতুন‘এর কবিতা

0
487
Shahina Ronju

সময়ই জীবন

কবি শাহিনা খাতুন

সময়ই জীবন
অথচ ভেবে বসে আছি
কোন একদিন আসবে সুদিন।
এই যে আজ কাল পরশুকে
পর ভেবে স্বপ্ন দেখেছি
কোন অলিক ভবিষ্যতের।
হে আমার ভুলের মুখস্থ নামতা
হয়ে বসে থাকলে কেন
দুই এক্কে দুই, দুই দুগণে পাঁচ?

Advertisement
উৎসShaheena Ronju
পূর্ববর্তী নিবন্ধনাটোরের গুরুদাসপুর সমাজসেবক রনির খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত
পরবর্তী নিবন্ধনাটোরে কর্মহারা মানুষের পাশে এমপি শিমুল

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে