“সময়ের চিঠি”- দেবাশিস সরকারের কবিতা

0
519
Debashish Sarker

সময়ের চিঠি/ দেবাশিস সরকার

আমার লেখারা কতকাল হয় আরাম কেদারায় শুয়ে থাকতে থাকতে হয়তো ঘুমিয়েই পড়েছে, সন্ধ্যার চায়ের আড্ডায় প্রশান্তি খেঁজে ফেরা মন আসলে তো; সময়ের অভিসম্পাতে নিঃসঙ্গ ক্লান্ত। অরূপ রতনের হৃদয় স্বপ্নে বিভোর কবিতাগল্পগুলো ছাপার অক্ষরে ছাপা হয় মাঝে মাঝে সম্পাদকের কুরুণায়, এখানে ওখানে কখনো সখনো। বৌয়ের সাথে ঝগড়া করে পাওয়া শাড়ির আলমাড়ির নির্দিষ্ট স্থান টুকুতে ভাজ করার অক্লান্ত কৌশলে যখন জায়গা হয়না ছাপার স্বপ্নগুলো, তখন অপ্রাসঙ্গিক পাতাগুলো দিতাম ফেলে, স্থানের অভাবে সময়কাল নাম সহ কাচিঁ দিয়ে কেটে কেটে ডায়রির পাতায় পাতায় আটকে রাখতাম সজতনে, আজ সেগুলোও অতিক্রম করছে নির্দিষ্ট স্থান। থাক না এসব কথা। প্রতি বই মেলার ‌’টি দিন বুদ হয়ে থাকি পত্রিকার পাতায় পাতায়, খুজেঁ ফিরি পরিচিত কিংবা অপরিচিত নবীন লেখকের কি কি বই বেরুলো এবারে। সময়ের কাছে চিঠি লিখেছি, সুগন্ধি টাকারা সময়ের হাত ধরে গোধূলি লগ্ন মাড়িয়ে রাতের স্তব্ধতা পেড়িয়ে ঝড়া পাতার মতো শিশির মাথায় ঝলমলে রোদে একদিন আসবে আমার কাছে, ঘুমিয়ে থাকা বৌয়ের সাথে ঝগড়া করে পাওয়া শাড়ির আলমাড়ির নির্দিষ্ট স্থানে জড়াজরি করে থাকা স্বপ্নগুলোকে নতুন রূপ দিতে…………………….

 

Advertisement
পূর্ববর্তী নিবন্ধএবারের একুশে বইমেলায় এলো জাকির তালুকদারের উপন্যাস ‘কবি ও কামিনী’
পরবর্তী নিবন্ধll কাঁকড়াগাছ ও দুই গাছপাগল ll- অমিত কুমার বিশ্বাস

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে