সময় শেষের বাঁশি/
কাজী আতীক।
যখোন বিউগল বাজবে-
সারি সারি দাঁড়িয়ে যাবে সবাই
প্রস্তুতি কেমন ছিলো তা’ আর বিবেচ্য নয় তখোন,
যুদ্ধের ময়দান কিংবা যুদ্ধের বাইরে
খেলার মাঠ কিংবা খেলা না থাকা সময়ে
বিকিকিনির হাট যেমন কোরবানির ঈদে
বিসর্জনের ঘাট যেমন বিজয়া দশমীর দিনে,
আবার- যখোন সানাই বাজবে-
শেষ কথা কি বলার সুযোগ হবে?
যেমন কন্যাবিদায়- কান্না জড়িয়ে বেনারসি,
আর শ্বেত কাফনে মুড়িয়ে দেহ
তখোন চির বিদায় মা ধরণী,
বিউগল কিংবা সানাই- যাইই বাজুক
বিদায়ের সাজে যে কেউ সাজুক
বহমান সময় থাকবে বহতা- প্রহর বিনাশী,
তবে একদিন ঠিকই-
ইসরাফিল বাজিয়ে দেবেন সময় শেষেরও বাঁশি।
(নিউ ইয়র্ক ১৮ ফেব্রুয়ারি ‘২০২০)
Advertisement