বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি, জয়পুরহাট-এর জেলা কমিটি,ইউনিট কমিটি গঠন ও আলোচনা সভাঃ
বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস), জয়পুরহাট, ইউনিট কমিটি ও জেলা কমিটি আজ বেলা ১২ ঘটিকায় রামদেও বাজলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে অত্র জেলার সরঃ মাঃ শিক্ষকদের উপস্থিতিতে গঠিত হয়। ইউনিট কমিটি ও জেলা কমিটি গঠন সভাটি সহকারী শিক্ষক জনাব মোঃ আব্দুল মোমিন মণ্ডল স্যারের সঞ্চালনায় উক্ত সভার সভাপতিত্ব করেন সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোঃ নজরুল ইসলাম পাঁচবিবি এলবিপি সরকারি উচ্চ বিদ্যালয়,সভাপতি বিগত বাসমাশিস।কমিটি গঠন সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব মোঃ রোস্তম আলী হেলালী,রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বিশেষ অতিথি সৈয়দ আনোয়ার সাদাৎ সাধারণ সম্পাদক, সাংগাঠনিক সম্পাদক জাসমি আহম্মেদ,সহ-সাংগাঠনিক সম্পাদক মোঃ আলমাস হোসেন চৌধুরী, প্রচার সম্পাদক মোঃ সাবিয়ার রহমান বাসমাশিস, রাজশাহী আঞ্চলিক, মোঃ নূরুজ্জামান রঙ্গিন, সহসভাপতি, কেন্দ্রীয়কমিটি, বাসমাশিস। অন্যতম শিক্ষক নেতা মোঃসাইদুজ্জামান তোতা,
আজকের নির্বাচনী সভায় জয়পুরহাট জেলার পূর্ণাঙ্গ বাসমাশিস কমিটি গঠিত হয়।কমিটির নবনির্বাচিত সভাপতি জনাব মোঃনাজমুল হক সহকারী শিক্ষক, রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়,সাধারণ সম্পাদক মোঃ বজলুর রশিদ সহঃশিক্ষক জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,সাংগাঠনিক সম্পাদক জনাব এস এম রুহুল আমিন,সহঃশিক্ষক রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়।বাসমাশিস জেলা কমিটি ঘোষণার আগে বক্তব্যে নেতৃত্ববৃন্দ সরকারের রূপকল্প ২০৪১ বাস্তবায়নে মাধ্যমিক শিক্ষার গুণগত পরিবর্তনে শিক্ষানীতি ২০১০ এর আলোকে শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল ও পৃথক মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের দাবি জানান।এবং নিয়মতান্ত্রিক প্রমোশন দিয়ে প্রধান শিক্ষকের শূন্যপদ পূরণের দাবি জানান। বক্তারা আরো জানান, শিক্ষকগণের টাইমস্কেল, সিলেকশন গ্রেড প্রদান,২০১০ সালের শিক্ষানীতির প্রস্তাবনা অনুযায়ী আত্তীকরণ বিধিমালা প্রনয়ণ,সিনিয়র শিক্ষক পদে দ্রুত পদায়ন,মাধ্যমিকে এন্ট্রি পদে নবম গ্রেড প্রদান এবং যৌক্তিক পদ সোপান তৈরি এবং মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার দূরাবস্থা কাটিয়ে শিক্ষার মান বজায় রাখতে পৃথক মাধ্যমিক অধিদপ্তরের জোর দাবি জানান।এবং দাবি-দাওয়া ও অধিকার আদায়ে বাসমাশিসকে সহায়তা করতে সবাইকে আহ্বান জানান।