নাটোরকন্ঠ:
মুজিবর্ষের কর্মসূচি পালনের অংশ হিসেবে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি, রাজশাহী অঞ্চলের পক্ষ থেকে আজ ০৬/০৩/২০২০ তারিখ গোপালগঞ্জ টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। এসময় পুষ্পস্তবক প্রদানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয় ও দোয়া-দরুদ পাঠ করে ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট ঘাতকের বুলেটে নিহত বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সকল সদস্য, জাতীয় চার নেতা ও মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাসমাশিস, রাজশাহী আঞ্চলিক কমিটির সম্মানীত সভাপতি জনাব এ,জেড,এম শামিউল হক,সহসভাপতি আব্দুর রাজ্জাক,সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ার সাদাৎ,সাংগাঠনিক সম্পাদক জাসমিন আহম্মেদ,যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম সরকার,সহ-সাধারণ সম্পাদক মোঃআলমাস হোসেন চৌধুরী,কেন্দ্রীয় সহসভাপতি জনাব নূরুজ্জামান রঙ্গিন,কেন্দ্রীয় সদস্য তরুণ কুমার চাকী, মোঃ মনিরুল ইসলাম মাঞ্জু, সহ কেন্দ্রীয় অন্যান্য নেতৃবৃন্দ ও গোপালগঞ্জের অন্যতম শিক্ষক নেতা শরীফ মোমরেজ আলী, মোঃ জাহিদুল ইসলাম প্রমূখ।