নাটোরকন্ঠ
সিংড়ার সিনিয়র সাংবাদিক কেএম শারফুল ইসলাম খোকন ‘সফল যারা কেমন তারা’ পুরস্কারে ভূষিত হয়েছেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সিংড়া কোর্ট মাঠে উপজেলা প্রশাসন আয়োজনে ‘চলনবিল শিক্ষা উৎসব-২০২০’ অনুষ্ঠানে শারফুল ইসলাম খোকনের হাতে এ সম্মাননা তলে দেন। সাংবাদিক খোকন দৈনিক ভোরের কাগজের সিংড়া উপজেলা প্রতিনিধি হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। নাটোরকন্ঠ পরিবার এই আনন্দে সবার সাথে উচ্ছ্বশিত। নাটোরকন্ঠ পরিবারের পক্ষ থেকে শারফুল ইসলাম খোকনকে প্রাণঢালা শুভেচ্ছা…….
‘চলনবিল শিক্ষা উৎসব-২০২০’ অনুষ্ঠানে সিংড়ার ১৩ সফল ব্যক্তিকে এই পুরস্কার দেয়া হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন বানুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অন্যদের মধ্যে ছিলেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ। পুলিশ সুপার লিটন কুমার সাহা, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস প্রমুখ। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষানুরাগী ব্যক্তিদের উৎসাহিত করতে মোট ৭৪৭ জনকে বিভিন্ন বিষয়ভিত্তিক সম্মাননা ও ৩১ জন অদম্য মেধাবীকে ল্যাপটপ দেয়া হয়। সাংবাদিক শারফুল ইসলাম খোকনের জন্ম ১৯৭১ সালের ৮ অক্টোবর সিংড়ার চলনবিলের হিজলী গ্রামে। ১৬ বছর বয়সে ১৯৮৭ সালে দৈনিক বাংলাদেশ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন।