সাদা সাদা শীতকাল – আজাদুর রহমানের কবিতা

0
688
www.natorekantho.com আজাদুর

সাদা সাদা শীতকাল
——————আজাদুর রহমান

বাইরে বরফের ফুল,
শীতল মাফলার থেকে নেমে গেছে
স্নিগ্ধ ফুলকো কুঁচি,
বাতাসে শুধু সাদা সাদা শীতকাল।

কামনার ভিতর শা শা শৈত্যপ্রবাহ
আর একটা ইঁদুর,
লাফ দিয়ে দিয়ে নামাচ্ছে
পারদের শিশির।
সমস্ত পৃথিবীর দরজা খোলা,
চট্ চট্ করে খুলে যাচ্ছে
জানালার বোতাম।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধআসাদজামানের কয়েকটি কবিতা
পরবর্তী নিবন্ধ“নতুন বছর” কবি শিরিন আফরোজ‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে