সাদা সাদা শীতকাল
——————আজাদুর রহমান
বাইরে বরফের ফুল,
শীতল মাফলার থেকে নেমে গেছে
স্নিগ্ধ ফুলকো কুঁচি,
বাতাসে শুধু সাদা সাদা শীতকাল।
কামনার ভিতর শা শা শৈত্যপ্রবাহ
আর একটা ইঁদুর,
লাফ দিয়ে দিয়ে নামাচ্ছে
পারদের শিশির।
সমস্ত পৃথিবীর দরজা খোলা,
চট্ চট্ করে খুলে যাচ্ছে
জানালার বোতাম।
Advertisement