“সাধুর হাট” কবি শাহিনা রঞ্জু‘এর কবিতা

0
478
www.natorekantho.com

“সাধুর হাট”

কবি শাহিনা রঞ্জু

সেদিন বৃহস্পতিবার
সাধুর হাট বসে
সুর আছে গান আছে
লাল সবুজ পতাকা আছে
সাধুর নিশানও আছে
ফুল আছে মালা আছে।
সেদিন বৃহস্পতিবার
প্রেম আছে বিচ্ছেদ আছে
জল ভরা চোখ আছে
শুরু আছে শেষ আছে
সৃষ্টি আছে মৃত্যু আছে
যে তুমি আমার হয়ে আছ
গভীর থেকে গভীরে
তাকে পাওয়ার স্বপ্ন আছে
সেদিন বৃহস্পতিবার।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধচঞ্চল কুমার ভৌমিকের সমকালীন দুটি ছড়া
পরবর্তী নিবন্ধ“বিষাদ সংবাদ”- বিপুল অধিকারী’র কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে