সামাজিক দুরত্ব নিশ্চিতে গুরুদাসপুর থানার প্রচারণা
সন্দীপ কুমার গুরুদাসপুর
নাটোরের গুরুদাসপুর উপজেলায় চাঁচকৈড় বাজার আজ সকাল সাড়ে ১১ টায় পৌর সদরের চাঁচকৈড় বাজারের মুদি দোকান,কাঁচা বাজার,ঔষধ দোকানগুলোতে এক বিক্রেতা-এক ক্রেতা,সামাজিক দুরুত্ব বজায় রাখুন লেখা সম্বলিত ওই প্রচারপত্র টাঙ্গিয়ে দেয়া হয়। এসময় গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মো:আনোয়ার হোসেন,ভাইস চেয়ারম্যান মোঃআলাল শেখ উপস্থিত ছিলেন।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো:মোজাহারুল ইসলাম (ওসি) নিজে হাতে প্রচারপত্র টাঙ্গিয়ে দেন। তিনিয়আর জানান, গুরুদাসপুর থানা প্রাণঘাতি করোনাভাইরাস মোকাবেলায় সরকার নির্দেশিত সকল কার্যক্রম পরিচালনা করছে।
সামাজিক দুরুত্ব নিশ্চিত করন,ঘরে থাকতে উৎসাহিত করা,প্রবাসী ও ঢাকা,নারায়নগঞ্জ বিশেষ করে করোনা আক্রান্ত জেলাগুলো থেকে আগতদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করন,হাট-বাজার বন্ধ, অপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি বন্ধ,সন্ধ্যা ৬ টার মধ্যে যার যার ঘরে অবস্থান,জনসমাগম এড়িয়ে চলতে জনগনকে উৎসাহ দিতে গুরুদাসপুর থানা কাজ করছে।
এক বিক্রেতা-এক ক্রেতা,সামাজিক দুরুত্ব বজায় রাখুন থানা পুলিশের একটি জনসচেতনতামুলক প্রচারনা। তিনি বিক্রেতা ও ক্রেতাদের নিয়ম মেনে চলার পরামর্শ ।