সামাজিক দুরত্ব নিশ্চিতে গুরুদাসপুর থানার প্রচারণা

0
661

সামাজিক দুরত্ব নিশ্চিতে গুরুদাসপুর থানার প্রচারণা

সন্দীপ কুমার গুরুদাসপুর
নাটোরের গুরুদাসপুর উপজেলায় চাঁচকৈড় বাজার আজ সকাল সাড়ে ১১ টায় পৌর সদরের চাঁচকৈড় বাজারের মুদি দোকান,কাঁচা বাজার,ঔষধ দোকানগুলোতে এক বিক্রেতা-এক ক্রেতা,সামাজিক দুরুত্ব বজায় রাখুন লেখা সম্বলিত ওই প্রচারপত্র টাঙ্গিয়ে দেয়া হয়। এসময় গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মো:আনোয়ার হোসেন,ভাইস চেয়ারম্যান মোঃআলাল শেখ উপস্থিত ছিলেন।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো:মোজাহারুল ইসলাম (ওসি) নিজে হাতে প্রচারপত্র টাঙ্গিয়ে দেন। তিনিয়আর জানান, গুরুদাসপুর থানা প্রাণঘাতি করোনাভাইরাস মোকাবেলায় সরকার নির্দেশিত সকল কার্যক্রম পরিচালনা করছে।

সামাজিক দুরুত্ব নিশ্চিত করন,ঘরে থাকতে উৎসাহিত করা,প্রবাসী ও ঢাকা,নারায়নগঞ্জ বিশেষ করে করোনা আক্রান্ত জেলাগুলো থেকে আগতদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করন,হাট-বাজার বন্ধ, অপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি বন্ধ,সন্ধ্যা ৬ টার মধ্যে যার যার ঘরে অবস্থান,জনসমাগম এড়িয়ে চলতে জনগনকে উৎসাহ দিতে গুরুদাসপুর থানা কাজ করছে।

এক বিক্রেতা-এক ক্রেতা,সামাজিক দুরুত্ব বজায় রাখুন থানা পুলিশের একটি জনসচেতনতামুলক প্রচারনা। তিনি বিক্রেতা ও ক্রেতাদের নিয়ম মেনে চলার পরামর্শ ।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধবাড়ীতে খাবার সামগ্রী পৌছে দিচ্ছে হ্যাপি নাটোর এর স্বেচ্ছাসেবকরা
পরবর্তী নিবন্ধনাটোরের চলনবিলে রিক্সা চালকের জমির ধান কেটে দিলেন সিংড়া পৌর মেয়র

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে