সামান্য
কবি শাহিনা খাতুন
দূরে আর কাছে ফজর নামাজের
আজানের ধ্বনি শুনা যায়
ঘুম ভেঙে যায়
প্রত্যহ কাজের তালিকা
এসে ভীড় করে চিন্তায়।
চারিদিকে লকডাউন
এসব নতুন শব্দ পরিচিত এখন
ঋণ পরিশোধের ক্ষণ।
মায়ের কাছে জন্মের ঋণ
যে দরিদ্র নারী অল্প টাকায় সেবা করে যায়
তার কাছে জমা রয়েছে আমার
বহু জনমের ঋণ।
যে প্রতিবেশী পরম আত্মীয়
দেখা হলে হবে কুশল বিনিময়
তার কাছেও ঋণের বোঝা
বেড়ে যায় দিন দিন।
প্রতিদিন দেখা পুরাতন মুখে
নতুন চিন্তা রেখা
সকলেই এখন বাকরুদ্ধ
কি করে কইগো কথা।
কথায় কথায় সীমা লংঘন
করে চলি অবিরাম
এখন কেমনে বাঁচাবো জীবন
নতুন এ সংগ্রাম।
ভাবছো হয়তো সামান্য নারী
কী বলে এসব? তার কর্ম নয়
কিন্তু কী করে বুঝাই অবুঝ মনেরে
যেন এসবই এখন আমার কর্ম
হয়ে গেছে নিশ্চয়ই।
১০/৪/২০২০
মিরপুর -২
Advertisement