সিংড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে এক জন আহত

0
206

সিংড়া উপজেলায় ২ নং ডাহিয়া ইউপিতে আঃ হিরা বিদ্যুতিক সর্কে মারাত্নক আহত।

সিংড়া উপজেলায় 2 নং ডাহিয়া ইউপির সকাল দশটা ত্রিশ মিনিটে আঃ হিরা তার নিজ পুকুরে সাবমারসিবল মটর বিদ্যুৎ চালু অবস্হায় নিজেই মেরামত কাজ শুরুর সময় বৈদ্যুতিক শর্ট লাগিলে ঘটনাস্থলে তিনি জ্ঞান হারিয়ে বেহুশ হয়ে পড়েন।
স্থানীয় লোকজন টের পেয়ে তাকে দ্রুত সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন কর্তব্যরত চিকিৎসক তার সার্বিক অবস্থা দেখে সুচিকিৎসা প্রদান করে ভর্তি করে দেন। বর্তমানে তিনি সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ চিকিৎসাধীন অবস্থায় আছেন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধসিংড়ায় টেম্পু সিএনজি সংঘর্ষে আহত তিন জন
পরবর্তী নিবন্ধনাটোরের নলডাঙ্গায় সরাসরি কৃষকের ধান সংগ্রহ অভিযানের লটারী অনুষ্ঠিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে