সৌরভ সোহরাব,সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া দিনমজুর,হতদরিদ্র, প্রতিবন্ধী ও নিম্ন আয়ের সাড়ে ৫ শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে সিংড়া সাব-রেজিষ্টার অফিস চত্বরে নিজের র্অথায়নে এই মাস্ক ও খাদ্য সামগ্রী বিতরণ করেন নাটোর জেলা পরিষদের সদস্য মোঃ সাজ্জাদ হোসেন। এসব খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল,ডাল,তেল,সাবান,পিয়াজ ও মরিচ। এসময় সাজ্জাদ হোসেন বলেন, সারা বিশে^ মহামারী করোনা ভাইরাস সংক্রমণ এখন ভয়াবহ রুপ নিচ্ছে। এই অবস্থায় সামাজিক দুরত্ব বোধ ও লোকসমাগম এড়াতে মানুষ এখন নিজ বাড়িতে অবস্থান করছে। এই কর্মহীন মানুষের পাশে সরকারের পাশা পাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহবান করছি।
Advertisement