সিংড়ায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

0
367
help

সৌরভ সোহরাব,সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ

নাটোরের সিংড়ায় করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া দিনমজুর,হতদরিদ্র, প্রতিবন্ধী ও নিম্ন আয়ের সাড়ে ৫ শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে সিংড়া সাব-রেজিষ্টার অফিস চত্বরে নিজের র্অথায়নে এই মাস্ক ও খাদ্য সামগ্রী বিতরণ করেন নাটোর জেলা পরিষদের সদস্য মোঃ সাজ্জাদ হোসেন। এসব খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল,ডাল,তেল,সাবান,পিয়াজ ও মরিচ। এসময় সাজ্জাদ হোসেন বলেন, সারা বিশে^ মহামারী করোনা ভাইরাস সংক্রমণ এখন ভয়াবহ রুপ নিচ্ছে। এই অবস্থায় সামাজিক দুরত্ব বোধ ও লোকসমাগম এড়াতে মানুষ এখন নিজ বাড়িতে অবস্থান করছে। এই কর্মহীন মানুষের পাশে সরকারের পাশা পাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহবান করছি।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধকর্মহীন মানুষের ঘরে ঘরে খোদেজা বেগম শাপলা
পরবর্তী নিবন্ধনাটোরে এমপি রত্না আহমেদের খাদ্য সামগ্রী বিতরণ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে