সিংড়ায় ঝড়ে চালের টিন উড়ে কাটলো কৃষকের মাথা

0
551
Singra-

মামুন অর রশিদ সিংড়া,নাটোর।
নাটোর সিংড়া উপজেলায়, পৌরসভার ,দক্ষিন দমদমায় শফিকুল ইসলাম নামের এক কৃষকের মাথা কেঁটে গভীর ক্ষতের সৃষ্টি হলে তাকে দ্রুত সিংড়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ১০ টা সেলাই দিয়ে মেডিকেলে ভর্তি করিয়ে দেন।  শোনা যায় তিনি পাবনা জেলার ভাঙ্গুরা থানার কাশিপুর গ্রামের বাসিন্দা।  তিনি চলনবিলে ধান কাটার জন্য এসেছিলেন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধঝড়া পাতা -কবি শাহিনা খাতুন‘এর কবিতা
পরবর্তী নিবন্ধমুর্শিদাবাদ ভ্রমনের ইতিবৃত্ত -বেণুবর্ণা অধিকারী -শেষ অধ্যায়

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে