সিংড়ায় থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের যৌথ চেকপোস্ট

0
742
Police

রবিন খান, সিংড়াঃ রবিবার চলনবিল গেট এলাকায় সার্জেন্ট রনি পোদ্দার ও সিংড়া থানার এসআই জুয়েল হোসেনের নেতৃত্বে চেক পোস্ট বসানো হয়। তারা নিয়মিত মামলা ছাড়াও যানবাহন তল্লাশী করেন। ট্রাফিক পুলিশের সার্জেন্ট রনি পোদ্দার জানান, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে, বাইরে থেকে লোক ঠেকানোর লক্ষে এবং অবৈধ যানবাহন আটক করার জন্য চেকপোস্ট অব্যহত আছে। সংকটময় মুহুর্তে কারন ছাড়া সবার ঘরে থাকা জরুরী।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধরণক্ষেত্রের বিজয় পতাকা -কবি প্রদীপ সরকার‘এর কবিতা
পরবর্তী নিবন্ধনাটোরের চলনবিলে কম্বাইন হারভেস্টার এর মাধ্যমে ধান কাটা ও মাড়াই শুরু

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে