সিংড়ায় নারয়নগঞ্জ ফেরতদের তথ্য সংগ্রহে মাঠে নামলেন আনসার ও ভিডিপি

0
948
Singra

সৌরভ সোহরাব,সিংড়া, নাটোরকন্ঠ:

চলমান করোনা ভাইরাস বিস্তার রোধে নাটোরের সিংড়ার প্রত্যন্ত গ্রামাঞ্চলে স্বেচ্ছায় সেবা দিতে এবার মাঠে নামলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী(ভিডিপি)। দেশের করোনা হটস্পট নামে পরিচিত ঢাকা-নারয়নগঞ্জ সহ বিভিন্ন জেলা থেকে বাড়ি ফেরা লোকদের তথ্য সংগ্রহ সহ হোমকোয়ারেন্টাইনে থাকার জন্য এই আনসার ও ভিডিপি সদস্যরা সহযোগিতা করবেন। উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী(ভিডিপি)কার্যালয় এর নিেের্দশনায় ২নং ডাহিয়া ইউনিয়নের আনসার ও ভিডিপির একটি টিম সোমবার ও মঙ্গলবার ২ দিনব্যাপী ইউনিয়নের প্রত্যন্ত বাজার ও গ্রামে গ্রামে গিয়ে তথ্য সংগ্রহ করেন। এসময় এই টিম ডাহিয়া,বিয়াশ,পাঁচপাকিয়া,বড়গ্রাম ও বেড়াবাড়ি গ্রাম থেকে ১৪ জনকে নিজ বাড়িতেই ১৪ দিন পর্যন্ত হোমকোয়ারেন্টাইনে থাকার অনুরোধ করেন।

আনসার ও ভিডিপি ২নং ডাহিয়া ইউনিয়ন লিডার মোঃ শামীম রেজা বলেন, চলমান মহামারীতে রুপ নেওয়া করোনা ভাইরাস দুর্যোগ মোকাবেলায় আমরা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের নির্দেশনায় মাঠ পর্যায়ে কাজ করছি। বিশেষ করে যারা ১ -২ সপ্তাহের মধ্যে ঢাকা,নারায়নগঞ্জ সহ বিভিন্ন জেলা থেকে বাড়ি ফিরে সামাজিক দুরত্ব, হোমকোয়ারেন্টাইন এবং সরকারী আদেশ মানছেননা এমন ব্যক্তিদের তথ্য সংগ্রহ করছি। পাশা পাশি তাঁদেরকে সচেতন করে নিজ বাড়িইে হোমকোয়ারেন্টাইনে থাকতে অনুরোধ করছি।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধগুরুদাসপুরে ঢাকা ফেরত মানুষ দেখলেই ছড়িয়ে পড়ছে আতঙ্ক
পরবর্তী নিবন্ধনাটোরের নলডাঙ্গায় কর্মহীন মানুষের মধ্যে এমপি শিমুলের খাদ্য সামগ্রী বিতরণ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে