সিংড়ায় বিদ্যুতে পৃষ্টে ১ কিশোর নিহত

0
568
Singra

রাজু আহমেদ,সিংড়া,নাটোরকন্ঠ: নাটোরের সিংড়া উপজেলার চকলাড়ুয়া গ্রামে পুকুরের পানিতে পানির পাশে থাকা বিদ্যুৎ এর তার থেকে শর্ট লেগে মাসুম আলী ( ১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। সে হাতিয়ান্দহ ইউনিয়নের চকলাড়ুয়া গ্রামের রেজাউল (৪২)এর পুত্র। স্থানীয়রা জানায়, বাড়ির পাশে পুকুরে শামুক তুলতে বাড়ি থেকে বের হয় মাসুম। দুপুর থেকে তার বাবা মা তাকে খুজতে থাকে। সন্ধ্যা ৭ টার দিকে তাড় বাড়ির পাশে পুকুরে তাকে পাওয়া যায়।স্থানীয়দের ধারনা বিদ্যূৎপৃস্ঠ হয়ে সে মারা যায়।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটরের গুরুদাসপুরে লিচুর বাজারজাতকরণ নিয়ে পুলিশ সুপারের মতবিনিময়
পরবর্তী নিবন্ধগুরুদাসপুর পৌর ছাত্রলীগ সভাপতির পশু খাদ্য বিতরণ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে