সিংড়ায় সরকারি চাল বিক্রির দায়ে অা’লীগ নেতাসহ দুইজনের কারাদণ্ড

0
483
চোর

সিংড়া ,নাটোরকন্ঠ:

নাটোরের সিংড়ায় সরকারি ১৪৪০ কেজি চালসহ এক অা’লীগ নেতা ও চাল ব্যবসায়ীকে অাটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ অাদালতে তাঁদের এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। অাটককৃতরা হলেন সুকাশ ইউনিয়ন অা’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং লক্ষীখোলা গ্রামের মৃত ফজলার রহমানের পুত্র অাউয়াল হোসেন স্বপন (৩৮) ও চাল ব্যবসায়ী শারুপাড়া গ্রামের মৃত বাছতুল্লাহ’র পুত্র রহমত অালী (৬২)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুকাশ ইউনিয়নের শারুপাড়া গ্রামে চাল ব্যবসায়ী রহমত অালীর এক অাত্বীয়ের বাড়িতে অভিযান চালিয়ে ১৪৪০ কেজি সরকারি চাল উদ্ধার করে উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু। পরে জিজ্ঞাসাবাদে জানা যায় চালের ডিলার অা’লীগ নেতা স্বপনের নিকট থেকে চাল ক্রয় করে ব্যবসায়ী রহমত অালী। এসময় তাঁদের অাটক করে দন্ডবিধি ১৮৬০ সালের অাইনে ১৮৮ ধারায় দুইজনকে এক মাস করে বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট নাসরিন বানু’র অাদালত।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের বাগাতিপাড়ায় অধ্যাপক শাহ্ আলমের খাদ্য সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধনাটোরে আদিবাসী ও দলিতদের মাঝে এনএনএমসি অ্যাডভোকেসী প্লাটফর্মের ত্রাণ বিতরণ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে