সিংড়ায় সাংবাদিকদের জন্য প্রতিমন্ত্রী পলকের মাস্ক ও গ্লাভস প্রদান
রাজু আহমেদ, সিংড়া:
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির পক্ষ হতে সিংড়া মডেল প্রেসক্লাব এর সাংবাদিকদের মাস্ক ও হ্যান্ড গ্লাভস প্রদান করা হয়েছে। করোনাভাইরাস মোকাবেলায় সেচ্ছাসেবক হিসেবে মাঠ পর্যায়ের সাংবাদিকরা কাজ করে আসছে।
তাদের নিরাপত্তার জন্য উপকরন দেয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
রবিবার দুপুরে সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি রাজু আহমেদ এর হাতে প্রয়োজনীয় ফ্রেস মাস্ক ও হ্যান্ড গ্লাভস তুলে দেন, সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব মো: জান্নাতুল ফেরদৌস।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক মাওলানা রুহুল আমিন, সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি খলিল মাহমুদ, চ্যানেল এস সাংবাদিক আবু সাইদ প্রমূখ।
Advertisement