সূর্যস্নানে যাব
কাজী মোহিনী ইসলাম
একদিন সমুদ্রকে সাথে নিয়ে সূর্যস্নানে যাব ভেবে আঁচলের কারুকাজে জমিয়েছি সাহস!
একথা সত্যি যে নিজের ব্লাউজের বোতামকেও বিশ্বাস করিনি কোনোদিন
তাই এক্সট্রা সেফটিপিন লাগিয়ে রাখি পাহারায়!
কেন যে পোড়াও এত স্বপ্নের ঘোরে
মাটির মায়াবী গিটার তোলে সুর
আশ্চর্য তোমার নিপুণ আঙুলে!
টলোমলো কচুপাতার জল করে
কতটা নাচাবে; বাজাবে তুড়ির তালে-
শিমুল তুলোর উড়ন্ত মন
কতটা উড়াবে আর?
অথচ চেয়েছি কেবল স্বপ্নের ঘোরে
ছায়া হয়ে মিশে যেতে তোমার বিশ্বাসে
সিঁথানে এক আকাশ রৌদ্র রেখে
খুলে দিতে ভেজা চুল;
একদিন আমিও ছয়ঋতু মাটি জলজয়ী নমণী হব।
রক্তের নুনে নিরন্তর মধ্যবিত্ত চেতনার অনুরণন একি বিষণ্ণ অভিশাপ!
বাকরুদ্ধ স্তব্ধ জীবন করে উপহাস!
যে চোখে অশ্রু দেখ তুমি শান্ত শীতল
আমি পোহাই তার তরল আগুনের উত্তাপ
আমাকে আর কতবার হত্যা করবে
ধারালো অবিশ্বাসে?
১৯/০১/২০২০
Advertisement