স্কুলছাত্রীকে ধ.র্ষ.ণের অভিযোগ : বিচারের দাবিতে মানববন্ধন

0
240

নাটোর কন্ঠ : নাটোরের লালপুরে সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক স্কুলছাত্রী (১৪) কে ধর্ষণের ঘটনায় বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় অভিযুক্ত নাইম (১৯) কে অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়।

মঙ্গলবার (২ জানুয়ারি) বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে ভূমিহীন আঞ্চলিক সংগঠন ও এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। অভিযুক্ত নাইম উপজেলার কুজিপুকুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে।

এসময় ভুক্তভোগী কিশোরীর মা জানান, ভুক্তভোগী ওই আদিবাসী কিশোরীকে মাঝেমধ্যে বিরক্ত করত নাইম। গত ২৫ ডিসেম্বর বাড়ি না কেউ না থাকায় অভিযুক্ত নাইম ওই মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে। এঘটনার পরে লালপুর থানায় মামলা দায়ের করেন ওই ভুক্তভোগীর মা। অশ্রুশিক্ত কন্ঠে অবিলম্বে অভিযুক্ত যুবককে গ্রেফতারের দাবি জানান।

মানববন্ধনে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, ভূমিহীন আঞ্চলিক সংগঠনের সহ সাধারণ সম্পাদক রাজিয়া বেগম, শিরিস পাহাড়িয়া, নিজেরা করি সংস্থার প্রতিনিধি রিনা মন্ডল, আদিবাসী কিশোরী বিদিশা পাহাড়িয়া প্রমূখ।

এবিষয়ে অভিযুক্ত নাইমের বক্তব্য পাওয়া যায়নি। আর লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, অভিযুক্ত আসামী পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্ঠা অব্যাহত রয়েছে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোর-১ আসনে নৌকা ও ঈগলের নির্বাচনী ক্যাম্পে আগুন দিল দুর্বৃত্তরা
পরবর্তী নিবন্ধনাটোরে হে.রো.ইনসহ যুবক আ.ট.ক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে