স্বভাবটা পাল্টাই -প্রদীপ সরকার‘এর কবিতা

0
299
Prodip Sarker

স্বভাবটা পাল্টাই

প্রদীপ সরকার

শত বর্ষ পরে মহামারী আসে,
অজানা ভাইরাস মানুষ নাশে।
অতিমারী ছোবলে জীবন অচল,
তবু মানুষ স্বার্থে অনিয়মে অটল।

মহামারী ঠেকাতে সচেতনতা চাই,
বাঙালির কোন কাণ্ডজ্ঞান নাই।
মাস্ক ছাড়াই চলছে সবে বাইরে,
হাত ধোয়ার বালাই কারো নাইরে।

মাস্ক পরো হাত ধোও সুরক্ষা পাবে,
শুচি হয়ে চললে তবে কোভিড যাবে।
বোধগম্যে আনো সবে ভয় তো নাই,
এসো সবে রীতি মানি স্বভাবটা পাল্টাই।

প্র. স. ১৬০৪২০২১

Advertisement
উৎসProdip Sarker
পূর্ববর্তী নিবন্ধকরোনায় ক্ষতি বনাম বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা
পরবর্তী নিবন্ধনাটোরে কঠোর বিধি নিষেধ অমান্য হলেই জরিমানা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে