স্বাধীনতার মানে
ফিরোজা সামাদ
“স্বাধীনতার মানে” ভালোই জানে আকাশ পানে যে পাখি উড়ে,
চাঁদ সুরুজ আর গ্রহ তারা যারা নিজ নিজ কক্ষপথে ঘোরে !!
সাগর পাহাড় নদীও জানে স্বাধীনতা’ র সঠিক মানে,
দখিন হাওয়ায় বৃষ্টি মেয়ে ঝর্ণা হয়ে বয়ে যায় আপনমনে !!
স্বাধীনভাবে গাঙচিলেরা উড়ছে দেখো
ওই ডানা মেলে,
জোয়ার ভাটা ইচ্ছেমতো যায় আসে ওই নদীর কোলে !!
ফুল ফোটে পাখিরা গায় ওরাই জানে ঠিক স্বাধীনতা,
আমরা মানুষ স্বাধীনতাকে তুচ্ছে বলছি অপস্বাধীনতা !!
খোঁজ নিও ওই শিশুটির যে দুহাত পেতে ভিক্ষে করে,
ফুল তোয়ালে ফেরী করে চারমুখো ওই রাস্তার মোড়ে !!
শহরেতে ঝি’র কাজ করে পেটটি ভরায় যেই কিশোরী?
ছাই লাগবে ছাই?বলে চিৎকার করে যে অসহায় নারী?
শুধাও তারে একটি বারে, তুমি স্বাধীনতার মানে বুঝো?
যদি তোমায় বলতে পারে? স্বাধীনতা তব হৃদয়ে খুঁজো !!
স্বাধীনতা দেখতে কেমন? স্বাধীনতায় কী পাওয়া যায়?
শুধাও তুমি ওই শিশুকে যে ভাতের জন্য কাগজ কুড়ায় !!
ময়লা থেকে যে কুড়িয়ে আনে ভাঙাচুরা বোতল শিশি,
যাদের ময়লা কাপড় দেখে ঘৃণা ভরে তাকিয়ে হাসি !!
দেখো গিয়ে বলবে তারা “স্বাধীনতা” শেখ মুজিব অশেষ,
দেখে শুনে বুঝে গেছি শেখ হাসিনাই আজকের “বাংলাদেশ” !!