“স্বার্থ”- ফেরদৌস রহমানের কবিতা

0
317
Fardaus

স্বার্থ
ফেরদৌস রহমান
– – – – – – –
আমরা মানুষ
স্বার্থের জন্যই
করি হানাহানি ।

নিজের স্বার্থ পুরন
হলেই কি
পেয়ে গেলাম সর্বদা,

কেনরে মন এজন্যই কি
মানব জীবন
মানুষ রুপে জন্ম ।

হায়রে সৃষ্টির সেরা
মানুষ হয়েও
কেন বুঝলাম না ?

স্বার্থ স্বার্থ জীবনের শেষ
বিদায় বেলার সঙ্গী
হায়রে কিছুই হল না ।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“ফুল ঝরে। পাতা ঝরে।” -কবি আজাদুর রহমান‘এর কবিতা
পরবর্তী নিবন্ধll ভালোবাসা, নাম রেখো তুমি একটি বিভূতিগাছ ll বনশিমতলার ঘাট ll-অমিতকুমার বিশ্বাস

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে