স্বার্থ
ফেরদৌস রহমান
– – – – – – –
আমরা মানুষ
স্বার্থের জন্যই
করি হানাহানি ।
নিজের স্বার্থ পুরন
হলেই কি
পেয়ে গেলাম সর্বদা,
কেনরে মন এজন্যই কি
মানব জীবন
মানুষ রুপে জন্ম ।
হায়রে সৃষ্টির সেরা
মানুষ হয়েও
কেন বুঝলাম না ?
স্বার্থ স্বার্থ জীবনের শেষ
বিদায় বেলার সঙ্গী
হায়রে কিছুই হল না ।
Advertisement