বেণুবর্ণা অধিকারী : গত ১৭ নভেম্বর ২০১৩ তে বন্ধু Fidel D Sangma দাদার ধরাতী গ্রাম, মধুপুরে গিয়েছিলাম। আয়োজন করেছিলেন Hosneara Hosne Ara ম্যাডাম। গ্রুপ বেঁধে ঘোরাঘুরির মন্ত্রটা অনেকটা তার কাছ থেকেই পাওয়া। দুইটা প্রাইভেট কার নিয়ে আমরা গিয়েছিলাম ১০ জন।
ফিদেলদার বাড়ির আতিথেওতায় ২ দিন বেড়িয়ে তাদের কিছু সংস্কৃতি উপভোগ করেছি । দাদার নিজের বাড়ির বাউন্ডারিতে অনেক অনেক গাছ আছে যা আমাকে বাড়তি আনন্দ দিয়েছে। কাসাভা বা শিমুল আলু সেখানে সবাই চাষ করে খাদ্য হিসেবেই।
আসার সময় দাদা আবার সব পরিবারকে ব্যাগে করে তাদের ঐতিহ্যবাহী বিন্নি চাল, শিমুল আলু, মেটে আলু, কচু আরো বেশ কিছু আইটেম দিয়ে দিয়েছেন। স্মৃতিগুলো খুবই মজার ছিল …।
অনেক অনেক ধন্যবাদ তোমাকে মামনি আর ফিদেলদাকেও অনেক ধন্যবাদ উষ্ণ আতিথেওতার জন্য।
Advertisement