ডাঃ মো. মিজানুর রহমান : অষ্টিওআর্থ্রাইটিস কি ? অষ্টিও শব্দের অর্থ হলো অস্থিসন্ধি বা জয়েন্ট আর আর্থ্রাইটিস হলো ইনফ্লামেসন বা প্রদাহ। অর্থাৎ অষ্টিওআর্থ্রাইটিস শব্দের অর্থ হলো অস্থিসন্ধি বা জয়েন্ট এ প্রদাহ।
রোগের লক্ষন : হাঁটু ভাঁজ করতে ব্যথা হয়, ফুলে যায়, উঠতে বসতে ব্যথা হয়। নীচে বসে নামাজ পড়া, বাথরুমে বসা, সিঁড়ি দিয়ে নামাউঠা করা বেশ কষ্টকর হয়। কখনও কখনও ভিতরে কট্ কট্ শব্দ করে। দীর্ঘ দিন চিকিৎসা না নিলে মাংসপেশী দূর্বল হয়ে পা বাঁকা হয়ে যায়।
রোগের কারন : বিভিন্ন কারনে এ রোগ হতে পারে। তবে বয়স ৪০ বছর পার হলে এ রোগ হতে শুরু করে। যেটাকে বার্ধক্য জনিত কারনে হাড়ের ক্ষয় রোগ বলে। তাছাড়া আাঘাত জনিত কারনে, অধিক ওজন, অনেক বেশী দৌড় ঝাঁপ, অপুষ্টি, বিভিন্ন রকম বাত, এবং ডায়াবেটিস জনিত কারনে এ রোগ হতে পারে।
রোগ নির্ণয় : রোগীকে ফিজিক্যালী চেক করলেই অতিসহজেই এ রোগ নির্ণয় করা যায়। তাছাড়া এক্সরে, বাত জনিত কিছু সমস্যা থাকলে রক্ত পরিক্ষার প্রয়োজন হয়।
চিকিৎসা : ফিজিওথেরাপি এ রোগের মূল চিকিৎসা। ফিজিওথেরাপি চিকিৎসার পাশাপাশি হাড়ের ক্ষয় প্রতিরোধের জন্য কিছু ঔষধের প্রয়োজন হয়। তবে রোগের মাত্রা অত্যধিক বেশী হলে কখনও কখনও জয়েন্টে ইনজেকশন দেওয়ার প্রয়োজন হতে পারে।
গতানুগতিক স্টেরয়েড ইনজেকশন এর বাইরে বায়োলজিক্যাল এজেন্ট যা সম্পূর্ণ নিরাপদ এবং অধিক কার্যকর। তাছাড়া পিআরপি থেরাপিও নিরাপদ এবং বেশ কার্যকর। একিউট কন্ডিশন বা তাৎক্ষণিক আঘাতের কয়েকদিন পর প্রলো থেরাপি আশানুরূপ ফল দেয়।
উপদেশ : এ রোগ হলে দ্রুত ফিজিওথেরাপি চিকিৎসা নিন। দিনের পর দিন ব্যথানাশক ঔষধ খেয়ে কিডনি, লিভার সহ শারীরিক বিভিন্ন সমস্যায় ভূগবেননা। নিয়মিত কিছু থেরাপিউটিক ব্যায়াম করলে আপনি অতি সহজেই ব্যথা মুক্ত জীবন যাপন করতে পারবেন।
যেকোনো পরামর্শ পেতে ফোন করতে পারেন।
ডাঃ মো. মিজানুর রহমান
কনসালট্যান্ট এন্ড চীফ ফিজিওথেরাপিস্ট
কমফোর্ট ফিজিওথেরাপি কেয়ার
শেওড়াপাড়া শাখা, মিরপুর ঢাকা।
নাটোর শাখা, মাদ্রাসা মোড়, নাটোর।
মুঠোফোন – ০১৭১১ ২৩৬০৯৬, ০১৬২৪ ২৩৫৮৮৬