“হাইফেন”-সুমনা পাল ভট্টাচার্য’র কবিতা

0
531
Sumona-nk

হাইফেন
–সুমনা পাল ভট্টাচার্য

কতোবার, এক ভগ্নপ্রায় স্থপতির মত নুইয়ে পড়েছে আমাদের মাঝের সেতু…
দুজন ছিটকে বেরিয়ে টানটান করে মেলে ধরেছি এলোমেলো সংযোগ।
কখনো তুমি, কখনো আমি এগিয়ে গেছি আগে, ঝরিয়েছি একটু বেশি ঘাম,
পেরেকে পেরেকে ঘষা লেগে কখনো কেটে ছড়ে কেউ বা হয়েছি রক্তাক্ত…
হিসেব কে করবে বলো, কার ভাগে ছিল ঠিক কতোটা ক্ষত!!
:
আজও ঝড় আসছে , বাতাসে বারুদের নি:শ্বাস, পুড়ে গেছে তোমার জানালা,
আমার দায় তাই দু’পারের…
সেতুকে ভেঙে যেতে দিতে কি পারি? ওটুকু বাঁচাতে গিয়েই যে মৃত্যু দেখেছি বারবার…

তাই, আমি থেকে তুমি অবধি এক পারাপারের গল্প লিখছি শুধু…
কি নাম দিই বলে গেলে না তো? ভালবাসা না কি অভ্যেস ?

কলকাতা,ভারত।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“আর্নেস্ট হেমিংওয়ে হোম” -বেনজির শিকদার
পরবর্তী নিবন্ধ“যাপিত জীবনের গল্প” – আসাদ জামানের কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে