হাওয়াদের মর্মকথা
কামাল খাঁ
তবু মানুষ খুব নির্বিকার হয়ে হাঁটে,
মুখভর্তি পান নিয়ে চিবায়, কথা বলে।
রোদে বসে কান চুলকায় আর সংবাদপত্র থেকে
মুখ উঠিয়ে আবহাওয়া নিয়ে কথা বলে।
আবহাওয়া, চাষবাস লেবুর ফলনাদি নিয়ে
দিনরাত এখন সারমর্মহীন কথা আমাদের ভেতর
মানুষ এসিডিটি, শরীর-স্বাস্থ নিয়ে বলাবলি করে,
বাচ্চাদের পড়াশুনা ক্যারিয়ার বিষয়ক আলোচনা মগজজুড়ে কিলবিল করে।
হাওয়া নিয়ে আলোচন হয় গোলটেবিল বৈঠকে,
আর উষ্ণ কফি খেয়ে কৌশলে জিহ্বায় ঠোঁট চাটে।
Advertisement