হারুকাকার পদক- ভাস্কর বাগচী
হারু কাকার মেল্যা ট্যকা। হারু কাকারে হালের পদক রোগ ধরছে! কিন্ত কে তারে পদক দিবো! কাকা আমার বিভিন্ন জায়গায় লোক লাগাইছে! পদক কিননের ল্যইগা! কিন্তু কাহার আমার এক কথা, ছোট খাট পদক আমি কিনুম না ট্যকা লাগে লাগুক আমার নামী দামী পদক চাই! চৈতন্য কাকা কথা শুনে মুচকি হাসে , কাহা বিষয় টি টের পাইয়া বলে- হাসো না হাসো না! এবার আমি সুগন্ধ যুক্ত বাংলা মদ তৈরীর জন্য এশিয়ান হারবাল এওর্ড পাচ্ছি! আগামী মাসে থাইল্যল্ড থ্যইক্যা এ পদক আনতে যামু। তয় কথা হইলো কিয়া বাঙালি আমায় চিনল না! বিদেশীরা আমাকে ঠিকই চিনা লইছে যেমন চিনাছিল পাকিস্হানিরা!
(চলবে……)
Advertisement