“হারুকাকার পদক”- ভাস্কর বাগচী’র রম্য রচনা

0
463

হারুকাকার পদক- ভাস্কর বাগচী

হারু কাকার মেল্যা ট্যকা। হারু কাকারে হালের পদক রোগ ধরছে! কিন্ত কে তারে পদক দিবো! কাকা আমার বিভিন্ন জায়গায় লোক লাগাইছে! পদক কিননের ল্যইগা! কিন্তু কাহার আমার এক কথা, ছোট খাট পদক আমি কিনুম না ট্যকা লাগে লাগুক আমার নামী দামী পদক চাই! চৈতন্য কাকা কথা শুনে মুচকি হাসে , কাহা বিষয় টি টের পাইয়া বলে- হাসো না হাসো না! এবার আমি সুগন্ধ যুক্ত বাংলা মদ তৈরীর জন্য এশিয়ান হারবাল এওর্ড পাচ্ছি! আগামী মাসে থাইল্যল্ড থ্যইক্যা এ পদক আনতে যামু। তয় কথা হইলো কিয়া বাঙালি আমায় চিনল না! বিদেশীরা আমাকে ঠিকই চিনা লইছে যেমন চিনাছিল পাকিস্হানিরা!

(চলবে……)

Advertisement
পূর্ববর্তী নিবন্ধআমার শোনা কথা- রত্না চক্রবর্তী’র ছোটগল্প ( অন্য রহস্য)
পরবর্তী নিবন্ধ“স্মৃতিময় ২১ ফেব্রুয়ারি” – অরুণ চক্রবর্তী

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে