নাটোর কণ্ঠ, নাটোরের হাসিমুখ-১১ সংগঠনের পক্ষ থেকে দরিদ্র মানুষদের মাঝে আহার বিতরণ করা হয়েছে। শনিবার সন্ধ্যার পরে শহরের দুস্থ ও কর্মহীন অসহায় মানুষদের জন্য আহারের ব্যবস্থা করা হয়।
এ সময় তারা নাটোরের বঙ্গোজল, হাজরা নাটোর, উত্তর পটুয়াপাড়া ও বাজার এলাকায় ৭০ টি পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করে তারা। কোভিড-১৯ থেকে রক্ষা পেতে সরকারি নির্দেশে নিম্নআয়ের লোকজন ঘরে অবস্থান করছে। এসময় তারা আয়-রোজগার হীন হয়ে পড়ে। অসহায় এই সকল মানুষদের কাছে খাবার পৌঁছে দিচ্ছে বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠন সংস্থা।
এরই ধারাবাহিকতায় দেবাঞ্জন অধিকারী এর নেতৃত্বে হাসিমুখ-১১ এর ডা: রাকিবুল হাসান,পল্লব সরকার শুভ,নাফিউ জামান,ফজলে রাব্বিসহ প্রমুখ এর উদ্যোগে দুঃস্থ অসহায়দের মাঝে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়। আগামীকাল আবারো তৈরি খাবার প্রতিবন্ধী ভবঘুরেদের মাঝে বিতরণ করা হবে। ভবিষ্যতে দেশের যেকোনো সংকটময় মুহূর্তে তারা সমাজে সংঘবদ্ধভাবে অবদান রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।
Advertisement