হৃদকেতন -লিমা ইসলাম লিপু‘এর ছড়া

0
734
Lima Islam Lipu

হৃদকেতন

লিমা ইসলাম লিপু

এসেছে এক করোনা
তার কবলে পড়ো না
বিড়বিড়িয়ে হাপুস খায়
আশেপাশে যাকে পায়।

সবাই এবার সোজা হও
থেকে থেকে হাত ধোও
হাঁচি কাশি সাবধানে
দেবে না তা সবখানে।

পথে-ঘাটে নড়ো কম
রাখতে হলে মনের দম
বেশি বেশি জল খাও
রস কিছু লেবুর নাও।

থাকো সবাই ঘরে
ফলটা পাবে পরে
হও রে এবার সচেতন
উড়বে পাল ও হৃদকেতন।

Advertisement
উৎসLima Islam Lipu
পূর্ববর্তী নিবন্ধকরোনায় মারা গেলেন সাংবাদিক আব্দুল হাই স্বপন
পরবর্তী নিবন্ধঅচেনা আতংক সময়ে -কবি কাজী আতীক‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে