হৃদকেতন
লিমা ইসলাম লিপু
এসেছে এক করোনা
তার কবলে পড়ো না
বিড়বিড়িয়ে হাপুস খায়
আশেপাশে যাকে পায়।
সবাই এবার সোজা হও
থেকে থেকে হাত ধোও
হাঁচি কাশি সাবধানে
দেবে না তা সবখানে।
পথে-ঘাটে নড়ো কম
রাখতে হলে মনের দম
বেশি বেশি জল খাও
রস কিছু লেবুর নাও।
থাকো সবাই ঘরে
ফলটা পাবে পরে
হও রে এবার সচেতন
উড়বে পাল ও হৃদকেতন।
Advertisement