“হেরে গেছি”
কবি শাহিনা রঞ্জু
বহুদিন ভেবেছি আর ভালবাসবোনা
তারপরও ভালবাসা হয়ে যায়
পৃথিবীতে তিনভাগ জল একভাগ স্থল
ভালবাসায় তিনভাগ দুঃখ একভাগ সুখ
জীবন চলে গেছে
পথের মত ক্ষয়ে ক্ষয়ে
অবশেষে মনে হলো
প্রেম এক ছটফটানো পাখি
কারনে অকারনে মনে ভর করে
দুঃখিত করে যায় বার বার।
যে শিশুটি মা বলে ডেকেছিল
সত্যই তার মা হয়ে গিয়েছিলাম
খুব ভালবেসেছিলাম তাকে
শিশুটির সামনে আগুন ছিল
শিশুটির সামনে ফুলের ডালি ছিল
শিশুটি আগুন হাতে করে
এক দৌড়ে পালিয়ে চলে গেল।
পিছুপিছু গেলাম বহুদূর
অতপর দেখি কুয়াশায় ঢেকে গেছে
সামনের সবটুকু পথ
হারিয়ে গেছে আমার সন্তান
আর একবার জানলাম
ভালবেসে হেরে গেছি।
Advertisement