হে মানুষ, প্রিয়তম আমার -কবি কাজী বদর উদ্দিন‘এর কবিতা

0
756
কাজী বদর উদ্দিন

হে মানুষ, প্রিয়তম আমার

কবি কাজী বদর উদ্দিন

স্বীয় বাম হাত ডান হাতকে বিশ্বাস করতে দ্বিধান্বিত!
বাজার হতে কমলার ব্যাগটা কোন্ হাতে এনেছিলাম যেন?
পৃথিবীর ব্যস্ততম নগরী,আমাদের জনপদ আতংকিত-ভীত
সবাই ইচ্ছেয়-অনিচ্ছায় ঘর-বন্ধী,সবাইকে আগের মতো চেন?
সৌজন্য-চর্চা, মাখামাখি,ঢলাঢলি,অশালীনতা সব বন্ধ কেন??

আসলে আজ আমার মন ভুগছে ভাবালুতার শুণ্যতায়,
রোমান্টিসিজমকে মনে হচ্ছে অচীন গ্রহের কোন বোধ!
সরকারী দায়িত্ব নিয়ে বসে আছি একাকী এক কামরায়
ভাবছি,স্রষ্টা আর সৃষ্টির কথা-
বুঝছিনা’করনা’ কার ক্রোধ?
আশির্বাদও হতে পারে স্রষ্টা-
মুখীতার,ফিরে আসছে হয়তো মৌল-বোধ।

হে মানুষ, দুর্বলতম সৃজন স্রষ্টার,
তবে কেন এতো অহংকার ভেদাভেদি নিজেদের মাঝে?
ভোগ-বিলাসিতা কতদিন তবে
চলবে অসমতা এ ধরা মাঝে,হরে অন্যের ন্যায্য অধিকার?
প্রভূর কোন্ দানকে করবে অস্বীকার,মাটিতে আসলে যবে
বায়ূ-জল-মাটি-তাপ-চাঁদ-সূরুজ আর উদ্ভিদের সমাহার
করবে কাকে, কোন দান অস্বীকার!!??
ইতিহাসে না করে তোয়াক্কা দম্ভভরে ধরাধামে কতদিন র’বে??


বরগুনা। ২৭.০৩.২০২০ সকাল ১১টা।

Advertisement
উৎসKazi Badar Uddin
পূর্ববর্তী নিবন্ধজীবন যখন শুকায়ে যায়- সুমনা আহম্মেদ
পরবর্তী নিবন্ধতোমায় বলা হল না-সৈয়দ আনোয়ার সাদাৎ-এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে