হে মানুষ, প্রিয়তম আমার
কবি কাজী বদর উদ্দিন
স্বীয় বাম হাত ডান হাতকে বিশ্বাস করতে দ্বিধান্বিত!
বাজার হতে কমলার ব্যাগটা কোন্ হাতে এনেছিলাম যেন?
পৃথিবীর ব্যস্ততম নগরী,আমাদের জনপদ আতংকিত-ভীত
সবাই ইচ্ছেয়-অনিচ্ছায় ঘর-বন্ধী,সবাইকে আগের মতো চেন?
সৌজন্য-চর্চা, মাখামাখি,ঢলাঢলি,অশালীনতা সব বন্ধ কেন??
আসলে আজ আমার মন ভুগছে ভাবালুতার শুণ্যতায়,
রোমান্টিসিজমকে মনে হচ্ছে অচীন গ্রহের কোন বোধ!
সরকারী দায়িত্ব নিয়ে বসে আছি একাকী এক কামরায়
ভাবছি,স্রষ্টা আর সৃষ্টির কথা-
বুঝছিনা’করনা’ কার ক্রোধ?
আশির্বাদও হতে পারে স্রষ্টা-
মুখীতার,ফিরে আসছে হয়তো মৌল-বোধ।
হে মানুষ, দুর্বলতম সৃজন স্রষ্টার,
তবে কেন এতো অহংকার ভেদাভেদি নিজেদের মাঝে?
ভোগ-বিলাসিতা কতদিন তবে
চলবে অসমতা এ ধরা মাঝে,হরে অন্যের ন্যায্য অধিকার?
প্রভূর কোন্ দানকে করবে অস্বীকার,মাটিতে আসলে যবে
বায়ূ-জল-মাটি-তাপ-চাঁদ-সূরুজ আর উদ্ভিদের সমাহার
করবে কাকে, কোন দান অস্বীকার!!??
ইতিহাসে না করে তোয়াক্কা দম্ভভরে ধরাধামে কতদিন র’বে??
‘
‘
বরগুনা। ২৭.০৩.২০২০ সকাল ১১টা।