নাটোর কন্ঠ : পবিত্র ঈদকে সামনে রেখে হ্যাপি নাটোর আজ নাটোর সদর এবং নলডাঙ্গা উপজেলার বিভিন্ন গ্রামের অসহায় দরিদ্র পরিবারের হাতে তুলে দিয়েছে ঈদ উপহার। প্রজেক্ট মজার খাবার এর মাধ্যমে হ্যাপি নাটোর এবারের ঈদে অসহায়দের পাশে দাঁড়ানোর পরিকল্পনার মাধ্যমে এই উপহার বাড়ী বাড়ী গিয়ে তুলে দেওয়া হয়। সংগঠনের স্বেচ্ছাসেবকরা বাড়ী বাড়ী গিয়ে পোলাও চাউল, চিনি, দুধ, দুই ধরনের সেমাই, চিপস, তেল এবং দুই ধরনের লুডুলস প্যাকেট ৪০ টি পরিবারের নিকট পৌছে দেয়। নাটোর সদরের ছাতনি, পাইকোলদোর, রামপুর, বড়গাছা এবং নলডাঙ্গা উপজেলার পিপরুল গ্রামে ঈদ উপহার পৌছে দেয় স্বেচ্ছাসেবকরা।
সংগঠনের সাধারণ সম্পাদক সুষ্ময় দাস তনয় মহৎ এই কাজে আমাদের যারা সহযোগিতা করেছেন তাদের ধন্যবাদ জানান। সংগঠনের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান সৈকত জানান, এবারের ঈদকে সামনে রেখে আমরা আজকের ইফতার কর্মসূচী এবং ঈদ উপহার প্রদানের উদ্যেগ গ্রহণ করেছিলাম। আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্যের মধ্যে থেকে মানসম্মত এবং পর্যাপ্ত ইফতার এবং ঈদের খাবার উপকরণ বিতরণ করতে। আমাদের ইফতার এবং ঈদের খাবার উপকরণ একটি পরিবারের মুখে হাসি ফোটাতে পারলেই আমাদের এই উদ্যেগ সফল হবে। এছাড়া করোনা পরিস্থিতি এবং ঈদ উপলক্ষে আমাদের স্বেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রম মহৎ এই কর্মসূচীগুলোকে আরো বেগবান করেছে।