“অগাধ শিল্পে ডানার আয়ু”- মনির জামানের কবিতা

0
302
মনির-এনকে

অগাধ শিল্পে ডানার আয়ু
মনির জামান

বেশ চড়া দামে বাজার থেকে আগুন কিনে এনে
একান্ত না পাওয়াগুলোকে সেদ্ধ করছি
দহন দুঃখের দুর্মদ ধোঁয়ায় চোখ ছলছল করছে
পৃথিবীব্যপী এত যে রাঁধুনী
ভাবনা বেটে রাঁধছে উপাদেয় ব্যঞ্জন
আহা সব ঘ্রাণ যদি
আঁকা যেত চোখের পাতায়!

গবাক্ষের ওপাড়ে পুকুরের শান্ত জলে
প্রবোধের বিপুল ছবি দেখে দেখে
লম্পট দাঁত দীর্ণ করে যায় রাঁধুনীর গোপন সুখ
ডানে বাঁয়ে উচ্ছিষ্ট চুম্বন জমা হয়
হাওয়ার ভেতর জাগে নিষ্পেষণের ধ্বণি!

কোটি কীট আড়ালে রেখে
জগতে যারা গড়ল ঢেলে দিল সৃজণশীলতায়
তাঁরাই কি দুনিয়ার শ্রেষ্ঠ সুখী?

অগাধ শৈল্পিক জলে হাঁসেদের ডানার আয়ু
করুণ, অসহায় ডুব-সাঁতারে
একটি দু’টি শামুক
আমাকেও বিবাগী করে বিষণ্ন ঢেউ,
এভাবে, আর কতটুকুই-বা সাঁতরানো যায়!

১১/০২/২০২০ খ্রিঃ

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“মনের তুলিতে”-রিংকু’র কবিতা
পরবর্তী নিবন্ধ“তাঁর সাথে কথা হলো আজ “- কাজী আতীকের কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে