অঙ্গসৌষ্ঠবে স্তনবৃন্ত তার – আসাদজামান এর কবিতা

0
192
Md Asaduzzaman

অঙ্গসৌষ্ঠবে স্তনবৃন্ত তার – আসাদজামান

আমিতো দেখেছি তারে,তৃষ্ণার্ত হৃদয়ে
ঘনমেঘে ডাঙায়
জলের ধারার মত করুণ কান্না হয়ে
বেয়ে বেয়ে যায়।
আলোর ডিঙি,উদাস হাওয়ায় ভেসে
একাএকা আনমনে
লকলকে মাচাং এ হলদে কুমড়ো ফুলে
মৌমাছি গুঞ্জনে।
অঙ্গে অঙ্গে প্রেম,নিবিড় কুরে কুরে খায়
অস্ফুট ক্রোধে
অঙ্গসৌষ্ঠবে স্তনবৃন্ত তার ভিজে আছে
শ্বেত শুভ্র দুধে।
কি জানি কথা হয়, অনিচ্ছায় দেখা হয়
পলকে পলকে
আশ্চর্য রূপে লেখা হয়ে যায় নাম তার
কালের মাইলফলকে।
বীভৎস, জীবনের মায়া কাটিয়ে
শুধুই চেয়েছি তারে
তন্নতন্ন করে জগতময় অর্বাচীন আমি
এ বিশ্বসংসারে।
Advertisement
পূর্ববর্তী নিবন্ধকবিতা লিখার জন্য আহাজারি -গোলাম কবির‘এর কবিতা
পরবর্তী নিবন্ধতুমি ভালো থাকবে বলে – দেবাশীষ সরকার এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে