অচেনা আতংক সময়ে -কবি কাজী আতীক‘এর কবিতা

0
369
www.natorekantho.com

অচেনা আতংক সময়ে

কবি কাজী আতীক

একদল অদৃশ্য নেকড়ে হিংস্র থাবা মেলে বাইরে অপেক্ষায়
ভেতরে নিরস্ত্র আমি, ভীত সন্ত্রস্ত
কখোন জানি মৃত্যুদুত কাড়া নাড়ে দরোজায়
আমার সময় এখোন এক অচেনা আতংক বিভ্রমের,
আর আতংক? ফেরিটেল ভুবনে যেমন অদৃশ্য দানবের।

এখোন আমার এক অখণ্ড অবশর, কৃত্রিম,
মাথার ভেতরে হাজার জট ঝামেলা স্মৃতির
প্রিয় প্রিয় মুখগুলো, প্রিয় অপ্রিয় সময় সমাচার।

কথা হয় অনেকের সাথেই, হয় কুশল বিনিময়
বুঝতে চায় সবাই সংকটের গতি প্রকৃতি, জানায় অভয়,
হ্যাঁ, অভয় নাহোক, কৃতজ্ঞতা জাগে তাঁদের উদ্বেগ আকুলতায়,
বুঝতে পারি- আমিও সামিল আছি তাঁদের প্রাত্যহিক দোয়ায় ।

তারপরও একটি সূক্ষ্ম কষ্ট বুকে কোথাও যেনো লুকিয়ে আছে,
এক অস্থির প্রতীক্ষা আর কার যেনো মুখচ্ছবি কষ্টের আদলে,
যদিও সবারই সময়গুলো এখোন এক অচেনা আতংক সময়ে।

(নিউ ইয়র্ক, ৩০ মার্চ ‘২০২০)

Advertisement
উৎসQazi Atiq
পূর্ববর্তী নিবন্ধহৃদকেতন -লিমা ইসলাম লিপু‘এর ছড়া
পরবর্তী নিবন্ধএরশাদ শিকদারের জল্লাদের ছবি তুলেছিলেন এ হাই স্বপন-কাজী ইমরুল কবীর সুমন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে