অত:পর এলোমেলো প্রলাপ – দেবাশীষ সরকার

0
214
Debashish Sarker
অত:পর এলোমেলো প্রলাপ – দেবাশীষ সরকার

মা তুমি কাঁদছো ? তোমার সন্তানেরা বিকলাঙ্গ-নপুংশক ভেবে, কেঁদো না মা, চেয়েদেখো- আমরা কেমন শক্ত আর সামর্থ- জন্মের পর থেকে বোঝা বইতে বইতে শক্ত ঘাড়-ঘাড়ধাক্কায় কেউ নোয়াতে পারে না আমাদের।  চেয়েদেখো আমার চোখ আছে হাত আছে বিষন্ন বিকেল, সকালের ক্লান্ত জীবন, স্মৃতির ধুসরতা, ধর্মেরমর্মকথা, রমণীর উষ্ণ শরীর, প্রেমিকের মন,ডান-বামের কারুকাজ, সুগভীর চিন্তা কথন,আকাশ ও মেঘের রঙ, চাদেঁর রূপ, বিশ্ব মানবের শান্তি কতো কিছুই না দেখছি লিখছি।  মা আমরা নপুংশক নই-আমাদের চোখ আছে মা আমরা অন্ধনই, দেখছি মা আমরা আর প্রতিদিন অভুক্ত মুখের সংখ্যা বাড়াচ্ছি কেমন! আমাদের হাত আছেমা দেখো কেমন করে হাত পাততেহয় আমরা জানি, বুদ্ধিহীন নই মা আমরা দেখো গণিত,এ্যালজাবরা, শূণ্য সবই আমাদের সৃষ্টি মা- তাইতো শূণ্যের জোয়ারে ভাসছে কেমনস্বদেশ…। অর্থনীতি, চিকিৎসা বিজ্ঞানের নতুন নতুন ফর্মুলায় কতো সফল আমরা তুমি তোজানো না ? প্রতিদিন বিনা চিকিৎসায় তোমার ছেলেরা মরলেও ঔষধ প্রস্তুতকারীপ্রতিষ্ঠানের সংখ্যা কিন্তু বাড়ছে-।  মাতুমি কেঁদো না-দেখো কত মত আর পথ সৃষ্টি করছি আমরা প্রতিনিয়ত- মা তুমি কাঁদছো ?তোমার সন্তানেরা বিকলাঙ্গ-নপুংশক ভেবে, কেঁদো না মা গলায় জোর আছে মা আমাদের  তাইতো চিৎকার করছি ভাত দে ভাত দে বলে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধসিংড়ায় ভূমিহীনদের গৃহ প্রদানের লক্ষে গণশুনানী
পরবর্তী নিবন্ধ“ঈশ্বর থাকেন ওই ভদ্র পল্লীতে, এখানে তাহাকে খুঁজিয়া পাওয়া যাইবে না।”

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে