“অথচ”- মোর্শেদ লিখনের কবিতা

0
541
লিখন

অথচ…
মোর্শেদ লিখন

কতবার আঙুলের ইশারাতে আকাশ জুড়ে
লিখে দিয়েছি তোকে ভালোবাসি
এপাড়ার বাতাসের চাদরে বড় যতন করে
আদরে আদরে তোর মুখ করেছি আঁকিবুঁকি
পত্রিকা হাতে দেখেছি চোখ বুজলেই
তোর আমার প্রেমের খবর!

কোনদিনই বুঝতে চাসনি, বুঝাতে দিসনি
কেন ওমন করে তোর চোখে চেয়ে থাকি!
এখন কেন ডাকিস বল?
আমার যে বড্ড কষ্ট হয়!
তোর থেকে মুক্তি পেতে এত দূরে এসেছি
যেখান থেকে ফেরা যায় না,
অথচ, তুই মুক্তি দিলি কই!

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“ভবিতব্য”- সমরজিৎ সিংহ’র কবিতা
পরবর্তী নিবন্ধআরমানউজ্জামানের উপন্যাস “অন্ধের রাজপথ”একুশে বইমেলায়

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে