অনুপ্রবেশ
কবি জয়া ঘোষ
ওগো সাধক, আর কত গুহায় যাবে তুমি
নীল আলো, সবুজ আলো পেরিয়েও আরো বহুদূর
গোপন আবেশ ছড়িয়ে রেখেছো পথের বাঁকে,বাঁকে ;
পলাশের হলুদ দিয়ে, সাজিয়ে দিয়েছো দিঘির জল..
ও জলে লক্ষ্মীমন্ত মেয়েটি কি ফিরে আসবে বলে?
কিশোর বেলার প্রেমটুকু ছুঁয়ে ছুঁয়ে…
আজও যে সাজিয়ে দাও এত উষ্ণ আবেদন..
সে ও কি বিগলিত তনুমনে গভীর সাধক হবে বলে?
Advertisement