“অপেক্ষা”-মুন রায় চৌধুরী’র কবিতা

0
626
মুন

অপেক্ষা
–মুন রায় চৌধুরী

জন্মলগ্ন থেকে মানুষের অপেক্ষার প্রহর গোনা শুরু।
আমি আজো অপেক্ষাই আছি সেইদিনের
যেদিন কোনো মানুষ পেটে ক্ষিদে নিয়ে , ফুটপাতে শুয়ে দিন কাটাবেনা,
ধর্ষিত হতে হবে না কোনো নারীকে, ধর্ষিতা হবার পর কোনো নারীকে সমাজের চোখে বঞ্জনার শিকার হতে হবে না।

অপেক্ষার অবসান হবে সেদিন যেদিন দেশের মধ্যে ভিনদেশীর তকমা লাগানো হবেনা।
যে ভোটার কার্ড নিয়ে সরকার গঠন হয়েছিল সেই ভোটার কার্ড এর দাম কেন পাবনা ?
অপেক্ষা অপেক্ষা অপেক্ষা
দিন যায় রাত যায় অপেক্ষার অবসান হয় না।
আর কত অপেক্ষা করলে সুজলা সুফলা দেশ ফিরে পাবো ?
ফিরে পাবো বোঝা বিহীন সেই ছেলেবেলা!
ফিরে পাবো সেই ধর্ম নিরপেক্ষ এক রাষ্ট্র !

মুন রায় চৌধুরী
19/01/2020

Advertisement
পূর্ববর্তী নিবন্ধজোসেফ ক্যাম্পবেল বললেন -স্বকৃত নোমান
পরবর্তী নিবন্ধ‘হ্যালুসিনেশন, ‘০৯ “- অর্জুন থিয়েটারওয়ালা’র কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে