অবোধ -কবি শাহিনা খাতুন‘এর কবিতা

0
454
Shaheena Ronju

অবোধ

কবি শাহিনা খাতুন

বিশ্বাস কর আমি কাঁদছিনা
শুধু শুধু চোখের পানি পড়ছে
যা কিছু হয়ে যাচ্ছে সবকিছু
বোঝা না বোঝায় হয়তো
কিছু যায় আসেনা তোমার
কিন্তু আমি কেঁদেই যাচ্ছি।
যে শিশু এখনো অ আ ক খ শেখেনি
যে নারী বোরখার আড়ালে থাকে
রাজনীতি সমাজনীতি কিছুই জানেনি
যে দিন ভিখারী কখনও স্যান্ডউইচ খায়নি
অথবা শ্বেত পাথরের সিড়ি বেয়ে
কোনদিন পানশালা ঘুরে দেখেনি
তার উপর কি তুমি রেগে আছ?
যেখানে সেখানে কফ থুতু ফেলে
রাস্তার মোড়ে ধুলোয় মাখানো
ফুচকা খায় আর গান গায়।
লালন সাঁইজীর গান শুনে প্রতিদিন
যে এখনো চোখের জলে বুক ভাসায়
তাকে তুমি কি দোষ দেবে?
অবোধ হয়ে জন্মাবার দোষ?
অপারগ হয়ে বেঁচে থাকার দোষ?

Advertisement
উৎসShaheena Ronju
পূর্ববর্তী নিবন্ধতোমায় বলা হল না-সৈয়দ আনোয়ার সাদাৎ-এর কবিতা
পরবর্তী নিবন্ধবিষণ্ন পাখি -কবি নাসিমা হক মুক্তা‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে