অর্ন্তগত
এম আসলাম লিটন
সূর্য কি অস্তমিত যাবে আজ?
আলো কি ফুরিয়ে যাবে?
যদি যায়, যাক
আমি তবে পাড়ি দেব আঁধারের অনন্ত পথ!
ডুব দেব নিশিঘোরে; অতলান্তকাল
অমোঘ অমীয় সুরে বেঁধে নেব অন্তরবীনা
বিহ্বল সুরে বইয়ে দেব রাতুল ঝরনা
ক্ষরণে ক্ষরণে হবো ধবল বকপাতি।
আস্তমিত যাক সূর্য; আলো নিভে যাক
ঘোর অমা গ্রাস করুক বুকের গহীনে
আমি ডুব দেব আমার আমিতে
আলো বড় বাধ সাধে অর্ন্তগমনে।
Advertisement