অর্ন্তগত – কবি এম আসলাম লিটন এর কবিতা

0
298
লিটন-এনকে
অর্ন্তগত
এম আসলাম লিটন

সূর্য কি অস্তমিত যাবে আজ?
আলো কি ফুরিয়ে যাবে?
যদি যায়, যাক
আমি তবে পাড়ি দেব আঁধারের অনন্ত পথ!

ডুব দেব নিশিঘোরে; অতলান্তকাল
অমোঘ অমীয় সুরে বেঁধে নেব অন্তরবীনা
বিহ্বল সুরে বইয়ে দেব রাতুল ঝরনা
ক্ষরণে ক্ষরণে হবো ধবল বকপাতি।

আস্তমিত যাক সূর্য; আলো নিভে যাক
ঘোর অমা গ্রাস করুক বুকের গহীনে
আমি ডুব দেব আমার আমিতে
আলো বড় বাধ সাধে অর্ন্তগমনে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধকথা -কবি আজাদুর রহমান‘এর কবিতা
পরবর্তী নিবন্ধকরোনা মুক্ত হলেন নাটোরের জেলা প্রশাসক।নাটোর কন্ঠ পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে