অসৎ সঙ্গ ত্যাগ করে তরুণদের ক্রীড়া চর্চার আহবান এমপি বকুলের

0
333

নাটোরকন্ঠ বাগাতিপাড়া :

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের উন্নয়নে হিন্দু সম্প্রদায়ের মানুষের সহযোগিতা চেয়ে সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেছেন, তরুণ প্রজন্মকে অসৎ সঙ্গ ত্যাগ করে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা বাড়াতে হবে। এই চর্চা তাদের মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দূরে রাখবে। স্থানীয়ভাবে খেলাধুলার চর্চা বাড়লে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেই জাতীয় ও আন্তর্জাতিকমানের খেলোয়াড় তৈরী হবে।

শুক্রবার বিকেলে লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের করিমপুর উচ্চ বিদ্যালয় মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আয়েজিত ফুটবল টুর্নামেন্টে যোগ দিয়ে এসব কথা বলেন সংসদ সদস্য বকুল।

সাংসদ বকুল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। এই গতিকে কয়েকগুণ বাড়িয়ে দিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রসার। এটি একদিকে যেমন ইতিবাচক অপরদিকে কিছু কুফলও আছে। মাত্রাতিরিক্ত প্রযুক্তি আসক্তি যেন আমাদের পারিবারিক ও সামাজিক যোগাযোগ-সম্প্রীতি ক্ষতিগ্রস্ত না করে। বরং প্রযুক্তির ইতিবাচক দিকটি কাজে লাগিয়ে আমাদের জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে। অনলাইন ও অফলাইনের মধ্যে ভারসাম্য সৃষ্টির জন্যই ক্রীড়া ও সংস্কৃতি চর্চায় মনোনিবেশ করতে হবে।’

এদিকে, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষ্যে শুক্রবার বাদ আছর সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের বাগাতিপাড়ার বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধগ্যাস ট্যাবলেট খেয়ে যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধসিংড়া মডেল প্রেসক্লাব উদ্যেগে চারা বিতরন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে