“আগুনের গান” কবি শামীয়ারা পারভীন দীপ‘এর কবিতা

0
675
www.natorekantho.com

“আগুনের গান”

কবি শামীয়ারা পারভীন দীপ

বারোমাস যারা পেটের আগুনে পোড়ে ;
শীত আসে তাদের জন্য কাঁপিয়ে- দাপিয়ে,
শীতের রাত হিংস্রতার ডালপালা মেলে
শিরায় শিরায় শোনায় ‘অলীক আগুনের গল্প’।
একটু উষ্ণতার জন্য
তারা কাঠ কয়লার আগুনে পুড়তে চায়,
পুড়তে চায় পতঙ্গের মত,
এসব পতঙ্গভুক রাতের গল্প আরও গাঢ় হয়
কুয়াশার ঘোরে।
জমে যায় সব মনোবেদনা, সব আর্তনাদ।
নিশ্চিত বেঁচে থাকার ঠিকানা ভেবে
তারা ছুটতে থাকে সকালের দিকে
দুলতে থাকে সূর্যমুখী ফুল হয়ে
সূর্য ভাবে, কতটুকু তাপ দেবে!
কতটুকু লুকিয়ে রাখবে মেঘের আড়ালে!
তোরঙ্গ খুলে উষ্ণতা নামিয়ে
শীতকে বুকে পাওয়ার আশায় আমরা অপেক্ষা করি,
শীত আসে পোষা বিড়ালের মত—
তুলতুলে শরীর নিয়ে ঢুকে পড়ে বুকের গভীরে,
আমাদের বুকে ফোঁটায় আগুনের ফুল–
আমাদের মুখে আনে আগুনের গান–
অসহ্য উষ্ণতায় আমরা খুলে ফেলি সভ্যতার লেবাস।
মন-মদিরায় ডুব দিয়ে ছেঁকে তুলি শীতের সকল স্বাদ।
শীতের গায়ে হাত বুলিয়ে বলি
তুমি আবার এসো,
আরও বেশী বন্য আরও বেশী বেয়াড়া হয়ে
আবার শুনিয়ো আগুনের গান।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“মহাকালে রেখাপাত” – স্বকৃত নোমান
পরবর্তী নিবন্ধ“ইস্তেহার “- সুবীর সরকারের কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে