আজ নাটোরে কে কোথায় আক্রান্ত হলো করোনায় আসুন জেনে নেই

0
551
করোনা

আজ নাটোরে কে কোথায় আক্রান্ত হলো করোনায় আসুন জেনে নেই

নাটোর কণ্ঠ: নাটোরে আজ করনা আক্রান্ত হয়েছেন ২৮ জন। সন্ধ্যায় ল্যাবরেটরী থেকে প্রাপ্ত তথ্য এ ফলাফল পাওয়া গেছে। নাটোরের সিভিল সার্জন ডাক্তার কাজী মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এই ২৮ জনের মধ্যে ফলোআপ রিপোর্ট রয়েছে চারজনের। তাহলে নতুন আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ২৪ জন। আর এই ২৪ জন সবাই নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার বাসিন্দা বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ। ‌ আসুন জেনে নেই আজকে কে কোথায় আক্রান্ত হলেন। ‌

এবারে ১ বছরের শিশু সন্তান সহ করোনায় আক্রান্ত হয়েছেন নাটোর জেলা প্রশাসনের সহকারি কমিশনার/এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেহেনা মজুমদার মুক্তি ও তার স্বামী রাজশাহী সরকারি কলেজের পরিসংখ্যান বিভাগের প্রভাষক পারভেজ রানা ও ভাগ্নি মারিয়া খাতুন। এছাড়া জেলা প্রশাসনের এক অফিস সহকারিও রয়েছেন আক্রান্তের তালিকায়।

বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের এক প্রকৌশলী আজ করোনায় আক্রান্ত হয়েছেন যিনি বসবাস করেন নাটোর শহরের বলাড়িপাড়া এলাকায়।জেলা খাদ্য বিভাগের এক কর্মচারিও করোনায় আক্রান্ত হয়েছেন আজ।

এদিকে সদ্য মৃত্যূবরণকারী কানাইখালী এলাকার প্রবীণ ব্যবসায়ীর নমুনায় করোনা পজিটিভ ধরা পড়েছে। মৃত্যুর পর পজিটিভ এসেছে আরো এক নারীর।

নলডাঙ্গা উপজেলার মাধনগর এলাকার সহকারি স্বাস্থ্য পরিদর্শক আক্রান্ত হয়েছেন করোনায়।একই উপজেলার দুর্লভপুর গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন আক্রান্তের এ তালিকায়।

নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধিন ছাতনী এলাকার এক ব্যবসায়ীর নমুনা পরীক্ষার ফলাফলে এসেছে পজিটিভ।

এদিকে আজ শুক্রবার বাগাতিপাড়া থানার ওসি নাজমুল হক,এসআই সাইফুল ইসলাম,এএসআই মোস্তাফিজুর রহমান ও কনস্টেবল আশরাফুল ইসলাম পূনরায় আক্রান্ত হয়েছেন করোনায়।অর্থাত দ্বিতীয় দফা পরীক্ষাতেও পজিটিভ এসেছে তাদের।

৩ দিন বিরতির পর সোমবার এক লাফে নতুন আক্রান্তের সংখ্যা উঠে গিয়েছিল ৫৭ জনে।মঙ্গলবার সে সংখ্যা বেশ নিচে নেমে ১৪ জন হলেও আজ আবার আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে।

রাজশাহী থেকে শুক্রবার মোট ৭৬টি নমুনা পরীক্ষার ফলাফল আসে।যার মধ্যে ৪টি ফলোআপ সহ ২৮টি পজিটিভ রিপোর্ট পাওয়া যায়।এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৭১ জনে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে হারিয়ে যাওয়া স্কুলছাত্র মাহি জয়পুরহাটে উদ্ধার
পরবর্তী নিবন্ধনলডাঙ্গার মাধনগরে অবহেলায় শিব মন্দির-খোঁজ নেয়না কেউ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে